• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

বেরোবিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নবিষয়ক কর্মশালা


বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৬:৫৬ পিএম
বেরোবিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নবিষয়ক কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক ও আরটিআইয়ের ফোকাল পয়েন্ট মোহাম্মদ আলীর সঞ্চালনায় তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে আলোচনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহামুদুল হক ও বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল অফিসার মোছা. রেহেনা আকতার মনি।

বিজ্ঞান অনুষদের ডিন ও আরটিআই আহ্বায়ক প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মজিব উদ্দিন আহমদ এবং রেজিস্ট্রার ও এপিএ টিম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বক্তৃতা করেন।

Link copied!