• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

অনৈতিক সম্পর্ক প্রমাণ হলে ছাত্রত্ব বাতিল: জবি উপাচার্য


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৯:৪৬ পিএম
অনৈতিক সম্পর্ক প্রমাণ হলে ছাত্রত্ব বাতিল: জবি উপাচার্য

বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। শিক্ষার্থীদের মধ্যে অনৈতিক সম্পর্ক, প্রলোভন ও প্রতারণার কারণে এসব ঘটনা ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অপর শিক্ষার্থী দ্বারা প্রতারিত হয়ে অভিযোগ করে, তাহলে তদন্ত সাপেক্ষে বিচার করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

মঙ্গলবার (২৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা সাইকোলজি সেন্টার খুলেছি। শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে। এটাকে আরও একটিভ করা হবে। আমরা চাই, আমাদের কোনো শিক্ষার্থী যেন নিজের জীবন বিপন্ন না করে।”

তিনি আরও বলেন, “ছাত্রীহলে সমস্যা সমাধানে প্রত্যেক ফ্লোরে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিয়োগ করা হবে। এতে সিনিয়র শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। আমরা ধীরে ধীরে হলের সকল সমস্যা সমাধান করব। নতুন ক্যাম্পাসে খেলার মাঠ তৈরি করা হয়েছে। প্রতিদিন একটি বাস শিক্ষার্থীদের সেখানে যাবে। খেলাধুলা শেষে আবার ফিরে আসবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ক্যাম্পাস সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জবি উপাচার্য। 

Link copied!