এমপিওভুক্ত শিক্ষকদের ৩ ধরনের ভাতা বাড়ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৫০ পিএম
এমপিওভুক্ত শিক্ষকদের ৩ ধরনের ভাতা বাড়ছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি পূরণের পথে মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।

বর্তমানে দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার। প্রস্তাব অনুযায়ী:

১.বাড়িভাড়া ভাতা: ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা (প্রয়োজন ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা)
২. চিকিৎসা ভাতা: ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা (প্রয়োজন ২২৮ কোটি ৪৫ লাখ টাকা)
৩. উৎসব ভাতা: ৫০% থেকে ৭৫% (প্রয়োজন ৮৪ কোটি টাকা)

শিক্ষা উপদেষ্টা বলেন, “ভাতা বৃদ্ধি শিক্ষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের পেশাদারি ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অতীতে অবকাঠামো উন্নয়নে বেশি ব্যয় করার কারণে শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য সৃষ্টি হয়েছে। এটি কমাতে এবং সামাজিক মর্যাদা শক্তিশালী করতে ভাতা বৃদ্ধি জরুরি।”

উল্লেখ্য, পূর্বে উৎসব ভাতা ২৫% থেকে ৫০% করা হয়েছিল। এবার কর্মচারীদের হতাশা কমাতে এবং জীবনযাত্রা উন্নয়নের স্বার্থে ৭৫% পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব তোলা হয়েছে।

Link copied!