টেস্টিং সল্ট পাওয়ায় দোকানদারকে জরিমানা করলেন ভিপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০২:৪০ পিএম
টেস্টিং সল্ট পাওয়ায় দোকানদারকে জরিমানা করলেন ভিপি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আজিজুল হক এবার হলের স্টোরে টেস্টিং সল্ট পাওয়ায় দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) লিখিত নোটিশের মাধ্যমে এ জরিমানা করেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জরিমানার এই লিখিত নোটিশের ছবি ছড়িয়ে পড়েছে।  

নোটিশে লেখা হয়েছে, ১ কেজি টেস্টিং সল্ট পাওয়ায় হলের ৮ নম্বর দোকানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হলো। তিন দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে।

এর আগে, হলের ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও কর্মচারীদের হাফপ্যান্ট পরে কাজ করাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে ক্যাফেটেরিয়া ম্যানেজারকে আলটিমেটাম দেন তিনি। ক্যাফেটেরিয়া ম্যানেজারের সঙ্গে তার কথোপকথনের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন আজিজুল হক। পোস্টে তিনি লেখেন, ‘হাফপ্যান্ট পরে রান্না করছিলেন কর্মচারীরা। এছাড়া এমন কিছু আইটেম তালিকাভুক্ত করা ছিল, যা আসলে সেদিন রান্নাই হয়নি। সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল— ডালের মধ্যে তেমন কোনো ডাল খুঁজে পাওয়া যায়নি।’

তিনি আরও লেখেন, ‘আপনারা জেনে অবাক হবেন, দীর্ঘ ৪২ বছর ধরে একই ব্যক্তি এ ক্যাফেটেরিয়া পরিচালনা করছেন। অবস্থা এমন হয়েছে যে, খুব বেশি অপারগ না হলে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া এড়িয়ে চলে। এর আগে কমপক্ষে ২০ বার সতর্ক করা হলেও তারা এমন আচরণ দেখায় যেন তাদেরকে জবাবদিহির আওতায় আনার জন্য হল প্রশাসন বা ছাত্র প্রতিনিধি কেউ যথেষ্ট নয়।’

সতর্ক করার সময় ব্যবহার কিছুটা উচ্চবাচ্য হয়ে গিয়েছিল স্বীকার করে আজিজুল হক লেখেন, ‘যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন— এখানে সব ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমেই পরিচালিত হয়। সামনে থেকে আমরা আচরণে আরও সংযত ও মার্জিত থাকার চেষ্টা করব, ইনশা আল্লাহ।’

Link copied!