• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বশেমুরবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:৩২ পিএম
বশেমুরবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টারি দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালির  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন।

পরিসংখ্যান বিভাগের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি পরিসংখ্যান বিভাগের উদ্যোগে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন সম্পৃক্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিশীথ কুমার স্মার্ট বাংলাদেশ গঠনে পরিসংখ্যানের ভূমিকা তুলে ধরেন। এ সময় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম নাসিম আযাদ, সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন, মো. জাহিদ হাসান, মো. তোফাজ্জল হোসেন, ড. মো. মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!