• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

ধর্মঘটের ঘোষণা দিয়ে ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০২:৫৬ পিএম
ধর্মঘটের ঘোষণা দিয়ে ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট ঘোষণা করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি প্লাটফর্ম। এসময় সাম্য হত্যার প্রতিবাদে তারা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।
 
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে এমন চিত্র দেখা গেছে।  

এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার (১৬ মে) প্রশাসনের অর্ধবেলা শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামের নতুন এই প্লাটফর্মের অধীনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কয়েকটি বাম সংগঠনের আধিক্য দেখা গেছে।  

জানা গেছে প্রতিবাদের শুরুতেই তারা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দেন। পরে কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেন।  এসময় একটি মিছিলের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।

 

মিছিলে উপস্থিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস বলেন, “আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবন, ব্যবসায় শিক্ষা ভবনে তালা দিয়েছি। বিজ্ঞান বিভাগের একাডেমিক ভবনগুলোতেও তালা দেওয়া হবে। এ ছাড়া আমরা পূর্ণদিবস ধর্মঘট হিসেবে প্রশাসনিক ভবনে তালা দেবো।” 

Link copied!