এইচএসসির পুনঃনিরীক্ষণ ফল প্রকাশিত হবে ২৬ ডিসেম্বরের মধ্যে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৬:১৪ পিএম
এইচএসসির পুনঃনিরীক্ষণ ফল প্রকাশিত হবে ২৬ ডিসেম্বরের মধ্যে
প্রতীকী ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল গত ২৭ নভেম্বর প্রকাশিত হয়। কাঙ্ক্ষিত ফল না পেয়ে যারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে তাদের ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

রোববার (৩ ডিসেম্বর) এ প্রক্রিয়া শেষে বোর্ডগুলোর যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। নিয়ম অনুযায়ী— এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো।

গত ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নেওয়া হয়। 
 

Link copied!