• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জাবির হলে হেরোইন সেবন, দুই শিক্ষার্থী আটক


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ১২:৪১ পিএম
জাবির হলে হেরোইন সেবন, দুই শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে হেরোইন সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (৩০ মার্চ) রাত ১টার দিকে হলের বি ব্লকের ১৩৫ নাম্বার কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করেন হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু।

আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী অর্ণব এবং একই ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া ওরফে রিফাত।

প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু বলেন, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে হলে হেরোইন সেবন চলছে। হলের আবাসিক শিক্ষক মওদুদ আহমেদকে নিয়ে হলের ১৩৫ নম্বর কক্ষে অভিযান চালাই। পরে সেখানে দুই শিক্ষার্থীকে  আটক করি।”

অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু আরও বলেন, “প্রাথমিক অবস্থায় দুজনের একজন সেবনের কথা স্বীকার করেছে। ডোপ টেস্ট করার জন্য আমরা তাদের নমুনা সংগ্রহ করে রেখেছি। পরদিন তাদের পরীক্ষা থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেব। এরপর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!