৩১ লাখ শিক্ষার্থীর জন্য সুসংবাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০১:২৪ পিএম
৩১ লাখ শিক্ষার্থীর জন্য সুসংবাদ
উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার

দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অক্টোবর মাস থেকে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় ড. বিধান রঞ্জন বলেন, দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ। বাকি ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর। তবে, সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরও কম হতে পারে। বিগত সরকার প্রকৃত সাক্ষরতার হার লুকিয়ে রেখেছে।

চলতি সেপ্টেম্বর মাসেই ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার হাতে পাওয়ার কথা ছিল দেশের আট বিভাগের ১৫০ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখের বেশি শিশু শিক্ষার্থীর। কিন্তু টেন্ডারটি চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Link copied!