• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তৌহিদ আফ্রিদির সঙ্গে কীভাবে সম্পর্ক হয়েছিল, সে গল্প জানালেন দীঘি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:৪১ পিএম
তৌহিদ আফ্রিদির সঙ্গে কীভাবে সম্পর্ক হয়েছিল, সে গল্প জানালেন দীঘি

গ্রেপ্তারের পর থেকে তৌহিদ আফ্রিদিকে নিয়েই চারদিকে চলছে চর্চা। কখনও মামলার অগ্রগতি, কখনও ব্যক্তিগত জীবনের নানা গোপন তথ্য, সবকিছু নিয়েই উত্তাল নেটদুনিয়া। এমনকি একসময় চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সঙ্গে তার সম্পর্ক নিয়েও তোলপাড় হয়েছিল শোবিজ মহল। সেটি এবার নতুন করে আবার সামনে এলো।

সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যায়, আফ্রিদি ও দীঘি দুজনেই নিজেদের সম্পকর্কে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন। কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয়। সামাজিকমাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ওঠে ফের আলোচনা। তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন, বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার।

এক সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাংকর ছিল। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি ওটা এতো ভাইরাল হবে।’ নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তৌহিদ আফ্রিদি, এমন আলোচনা প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়।’

দীঘি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো; দেখা করাও অফ করে দিয়েছি।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!