• ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাশমিকা কি বাগ্‌দান সেরে ফেললেন, পাত্র কে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৫১ পিএম
রাশমিকা কি বাগ্‌দান সেরে ফেললেন, পাত্র কে?
রাশমিকা মান্দানা

অনেক দিন আগে গুঞ্জন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা প্রেম করছেন। যদিও তারা দুজনই এমন খবর অস্বীকার করেছেন। আনুষ্ঠানিকভাবেই কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। একবার তো এমম গুজবও রটেছে, তারা ‘গোপনে বিয়ে’ করেছেন। এবার আলোচনায়, তাদের কথিত বাগ্‌দান। যদিও রাশমিকা বা বিজয় এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

সম্প্রতি দুবাই বিমানবন্দরে রাশমিকার আঙুলে দেখা গেছে নতুন এক আংটি। আর এতেই আবার জোরালো হলো তার সঙ্গে বিজয় দেবরকোন্ডার প্রেমের গুঞ্জন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গেছে। কয়েকটি ছবি রাশমিকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

We did make the magic Geetha Madammm‍‍`, Vijay Devarakonda replies to Rashmika  Mandanna on 3 years of Geetha Govindam

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা গেছে দুজনকে। ভারতের স্বাধীনতা দিবস প্যারেডে তারা ছিলেন গ্র্যান্ড মার্শাল। পতাকা হাতে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এর আগে প্রেমের কথা স্বীকার করেছিলেন বিজয়, তবে প্রেমিকা রাশমিকা কি না, সেটা জানাননি। মুম্বাইয়ে এক সিনেমার প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়।

সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজয় বলেন, ‘আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গেল থাকে?’ এর আগে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকাও বিজয়কে কাছের বন্ধু বলে উল্লেখ করেছিলেন।

Link copied!