• ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদিতে মোদি ১২ ঘণ্টায় খরচ করেছেন ১৫ কোটি রুপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:২৬ পিএম
সৌদিতে মোদি ১২ ঘণ্টায় খরচ করেছেন ১৫ কোটি রুপি
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ব্যয় নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে, মোদি সৌদি আরব সফরে মাত্র ১২ ঘণ্টা অবস্থান করে ১৫ কোটি রুপি খরচ করেছেন।

কংগ্রেসের কেরালা ইউনিট বলেছে, মহারাষ্ট্রভিত্তিক অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির সৌদি সফরের খরচ নিয়ে জানতে চেয়েছিলেন। তার সেই প্রশ্নের জবাবে সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানান, মোদি সৌদি এসে ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি খরচ করেছেন। যারমধ্যে হোটেল খরচ বাবদই গেছে ১০ কোটি রুপি।

কংগ্রেস বলেছে, মোদির সৌদি সফরে প্রতি ঘণ্টায় খরচ হয়েছে ১ দশমিক ২৫ কোটি রুপি। এর মধ্যে হোটেল ভাড়ায় খরচ গেছে ১০ দশমিক ২ কোটি রুপি।

চলতি বছরের এপ্রিলে সৌদিতে যান মোদি। ওই সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ওই ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন মোদি।

এদিকে অধিকারকর্মী অজয় বসুদেব বোস এক্সে মোদির এই অতিখরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “জেদ্দায় কয়েক ঘণ্টার জন্য অস্বাভাবিক খরচ। শুধু হোটেলের জন্য ১০ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র সরকার। এটি চমকে ওঠার মতো। মোদিকে কি কেউ এই বেহিসাবি অতি খরচের ব্যাপারে প্রশ্ন করবেন?”

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Link copied!