• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবিতে বঙ্গমাতার জীবনচরিত গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৮:০৮ পিএম
ঢাবিতে বঙ্গমাতার জীবনচরিত গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বায়ান্ন বাংলা গবেষণা সংস্থা প্রকাশিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব রেণু জীবনচরিত’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই মোড়ক উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ।

এসময় বক্তারা মহীয়সী নারী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিবের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন। তারা বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল আন্দোলন, সংগ্রাম ও সফল রাজনৈতিক জীবনের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গমাতা।”

এসময় অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বায়ান্ন বাংলা গবেষণা সংস্থার সভাপতি মনোয়ারা বেগম তামান্না, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান এবং বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!