• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

১০ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৯:২০ এএম
১০ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে ১০টি বোমা সাদৃশ্য বস্তু ও বোমা তৈরির সরাঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় উপজেলার হিজলবাড়িয়া গ্রামের জব্বার আলীর বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আব্দুর রাজ্জাক আলীর ছেলে জব্বার আলীর বাড়িতে বোমা ও বোমা তৈরির সরাঞ্জাম রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জব্বার আলী পালিয়ে যান। পরে এএসআই আল আমিন মামুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ বাড়িতে তল্লাশি করে ১০টি বোমা সাদৃশ্য বস্তু (ককটেল), বোমা তৈরির সরাঞ্জাম ও গাঁজা উদ্ধার করে।

ওসি আরও জানান, বোমা (ককটেল) তৈরির সরাঞ্জাম ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া বাড়ির মালিক জব্বার আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

জব্বার আলীর ছেলে সোহেল রানার স্ত্রী বিপাশা খাতুন জানান, তার স্বামী সোহেল রানা ইটভাটায় ট্রলি চালায় আর শ্বশুর জব্বার আলী কৃষি কাজ করেন। তবে বোমা সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!