কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫ জন হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্মরণ শীল নামে একজন মারা গেছেন। সকালে চকরিয়ার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে পিকআপ ভ্যান চাপায় ৪ ভাই ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০) ও চম্পক (৩৫)। এ সময় আহত হন আরো ৩ জন।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে একই পরিবারের নয়জন পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলেন। এ সময় তারা রাস্তা পার হতে গেলে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, ১০ দিন আগে তাদের বাবা সুরেশ চন্দ্র শীল মারা যান। ধর্মীয় রীতি অনুযায়ী আজ ছিল ক্ষৌর কর্ম (হামানী)। সে উপলক্ষে বাবার শ্মশান পরিষ্কার ও প্রণাম করে ফেরার পথে এই ঘটনা ঘটে। আগামী কাল (৯ ফেব্রুয়ারি) শ্রাদ্ধ (ক্রিয়া) হওয়ার কথা ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।