চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কেজি ওজনের সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ।
এ কে এম সুলতান মাহমুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালানো হয়। সেখানে দুটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৮৬টি সোনার বার। এগুলোর দাম প্রায় ৭ কোটি টাকা।