• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দেশে প্রথমবারের মতো কিয়স্ক মেশিন চালু


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৫:৫৩ পিএম
দেশে প্রথমবারের মতো কিয়স্ক মেশিন চালু

মাগুরা জেলা প্রশাসনের সব ধরনের সেবা দ্রুত প্রাপ্তির লক্ষ্যে ডিজিটাল কিয়স্ক মেশিনের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এ মেশিন চালু করা হলো।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কিয়স্ক মেশিনের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, জেলা তথ্য অফিসার রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সাধারণ মানুষকে ডিজিটাল সেবার আওতায় এনে সময় ও অর্থের অপচয় রোধে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে যে কেউ ডিজিটাল এই পয়েন্টে থাকা কিয়স্ক মেশিনে মোবাইল ফোন নম্বর দিলে সেবা ওপেন হবে। এরপর নাগরিক তার কাঙ্খিত সেবাটি নির্বাচন করে প্রিন্ট বাটনে ক্লিক করলে একটি টোকেন পাবেন। টোকেন নম্বর অনুযায়ী কাউন্টারে তার সেবাটি নির্ধারিত হবে। এরপর সেবাগ্রহীতা তার কাঙ্খিত সেবা পাবেন এবং মোবাইলে বার্তা যাবে। জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাক্ষাৎ পেতে এই সেবাটি অগ্রণী ভূমিকা পালন করবে।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম দাবি করেন, কিয়স্ক মেশিনের মাধ্যমে ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা বাংলাদেশে এই প্রথম। এটির কারিগরি ব্যবস্থাপনায় রয়েছেন বিজনেস অটোমেশন লিমিটেড।
 

Link copied!