ড্রাইভিং শিখতে গিয়ে নিহত শিক্ষার্থী


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৮:১৯ পিএম
ড্রাইভিং শিখতে গিয়ে নিহত শিক্ষার্থী
নিহত শিক্ষার্থী ফারজানা আক্তার মুক্তি। ছবি : সংবাদ প্রকাশ

কিশোরগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে ফারজানা আক্তার মুক্তি (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে বিন্নাটী হতে চৌদ্দশত হাইওয়ে রোডের পাশে সোনার বাংলা ফিলিং স্টেশনের ৫০০ গজ দূরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা কিশোরগঞ্জের গাইটাল শ্রীধরখিলা এলাকার মো. সালাউদ্দিন আহমেদের মেয়ে ও ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বিন্নাটী এলাকায় কিশোরগঞ্জগামী একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পরই ঘাতক বাস ড্রাইভার পলাতক রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!