পৌষের শেষে শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় এ জেলায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে শীতের তীব্রতায় জেলার দরিদ্র খেটে খাওয়া মানুষেরা দারুণ কষ্টে পড়েছেন। সেই সঙ্গে ভোগান্তি বেড়েছে বৃদ্ধ ও শিশুদের।
সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। সঙ্গে রয়েছে কুয়াশা। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। ভোরের দিকে শীতের তীব্রতা আরও বেশি।
জেলায় চলেছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। জানুয়ারি মাস জুড়েই এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. সামাদুল হক।
এদিকে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলার চারটি উপজেলায় শীতার্তদের মধ্যে প্রতিদিনই কম্বল বিতরণ করছে প্রশাসন।