• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পের নালায় পড়ে ছিল যুবকের মরদেহ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৩:২৩ পিএম
রোহিঙ্গা ক্যাম্পের নালায় পড়ে ছিল যুবকের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি নালা থেকে মুহাম্মদ মুজিব (২৪) নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুহাম্মদ মুজিব উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, “শনিবার সকাল ৬টার দিকে ক্যাম্পের ভেতরের একটি নালায় যুবকের গলাকাটা মরদেহ দেখে রোহিঙ্গারা এপিবিএনকে জানায়। পরে এপিবিএনের দেওয়া খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”

ওসি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!