• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

রাতে টাকা নিয়ে বের হওয়ার পর সকালে মিলল যুবকের মরদেহ


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪, ০২:৫৯ পিএম
রাতে টাকা নিয়ে বের হওয়ার পর সকালে মিলল যুবকের মরদেহ
ব্রিজের নিচে পড়ে ছিল যুবকের মরদেহ। ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আবু সুফিয়ান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার ফহেতপুর ইউনিয়নে রঙ্গিয়ারচর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুফিয়ান ফতেহপুর ইউনিয়ন খিরধরপুর গ্রামের আলী আহমদের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুফিয়ান ট্রলারে শ্রমিকের কাজ করতেন। রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে ২০ হাজার টাকা নিয়ে আলীপুরে কাজের উদ্দেশ্যে বের হন। কিন্তু সেখানে না যাওয়ার রাতেই স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে রঙ্গিয়ারচর ব্রিজের নিচে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আমহেদ বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে জানান। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানাই।”

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!