• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

নদীতে ভাসছিল যুবকের মরদেহ


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৬:১৬ পিএম
নদীতে ভাসছিল যুবকের মরদেহ

শরীয়তপুরের কাজীরহাট এলাকার নদী থেকে জামাল শিকারী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার (৩ মার্চ) দুপুরে জেলার জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকার পদ্মার শাখা নদীতে মরদেহটি ভাসতে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত জামাল শিকারী কাজীরহাট এলাকার মৃত রতন শিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামাল শিকারী ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। রোববার দুপুর ২টার দিকে হঠাৎ কাজীরহাট এলাকার নতুন ব্রিজ সংলগ্ন পদ্মার শাখা নদীতে জামালের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে নৌ পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাই বাচ্চু শিকারী বলেন, “আমার ভাই জামাল ভবঘুরে প্রকৃতির লোক ছিল। তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।”

মাঝিরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, কাজীরহাট এলাকার নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। কেউ যদি অভিযোগ করেন, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!