• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বাবার ইচ্ছা পূরণে গরু-মহিষের গাড়িতে চড়ে বিয়ে করলেন যুবক


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৮:৩৮ পিএম
বাবার ইচ্ছা পূরণে গরু-মহিষের গাড়িতে চড়ে বিয়ে করলেন যুবক

বাবার স্বপ্ন পূরণে গরু-মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন ঠাকুরগাঁও‌য়ে পীরগ‌ঞ্জ উপ‌জেলার এক যুবক। আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া বাহনটি এক নজর দেখ‌তে ভিড় করেন শত শত মানু‌ষ। এমন আয়োজনে খুশি এলাকাবাসী। গ্রাম বাংলার পুরনো এ ঐতিহ্যকে ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

বরের বাবা কুদ্দুস বলেন, “আমার ইচ্ছা ছিল ছেলের বিয়েতে বরযাত্রী যাবে গরুর গাড়িতে। এখনকার সময় গরুর গাড়ি পাওয়া দুস্কর। তাই মহিষের ৯ টি ও গরুর একটি গাড়ির আয়োজন করি ছেলের বিয়েতে। ছেলেও মেনে নিয়ে গরুর গাড়িতে করেই বিয়ে করতে যায়।”

কনের চাচা জয়নাল বলেন, “এটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য। এ রকম আয়োজনে আমরা খুশি।”

নারায়পুর গ্রামে আলম নামে এক ব্যক্তি বলেন, “বাবার কাছে শুনেছি তার দাদার বিয়েতে বরযাত্রী ও বর গরুর গাড়িতে করে যায়। বাস্তবে দেখে ভালই ভালছে।”

উদীচী শিল্পী গোষ্ঠী পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন, “আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গরুর গাড়িতে বর যাত্রাসহ প্রায় হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির কিছু কিছু আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। এ সব গ্রামীণ লোকজ ঐতিহ্যগুলো ধারণ ও লালন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”  

Link copied!