ফরিদপুরের ভাঙ্গায় ৪৯৩ পিস ইয়াবাসহ সম্রাট মৃধা (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সম্রাট ফরিদপুরের সদরপুর উপজেলার খালাসীকান্দা এলাকার আজিজ মৃধার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯৩ পিস ইয়াবাসহ সম্রাট মৃধাকে গ্রেপ্তার করা হয়। সম্রাটের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।