• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৫:১১ পিএম
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তামান্না বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলার রুহিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তামান্না বেগম রুহিয়া থানার কানিকুশালগাঁও চাঁনপাড়া গ্রামের মিছির আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,  তামান্না দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার স্বামী মিছির আলী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

রুহিয়া রেলস্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, “সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়। জিআরপি পুলিশ ও রেলওয়ের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের লাশ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান।”

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বলেন, “ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে।”

Link copied!