• ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

কে জানত এটাই ছোট্ট সাফওয়ানের শেষ দৌড়


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১২:০১ পিএম
কে জানত এটাই ছোট্ট সাফওয়ানের শেষ দৌড়
সাফওয়ান

মা-বাবার সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল পাঁচ বছর বয়সী শিশু সাফওয়ান। ব্যাটারিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন তারা। কোনো ধরনের বিপত্তি ছাড়াই পৌঁছে গন্তব্যে। অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিল বাবা। এর মধ্যে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় সাফওয়ান। তখন দ্রুতগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সখীপুরের পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Link copied!