• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বিকল হওয়া বাসের তিন যাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:০৯ এএম
বিকল হওয়া বাসের তিন যাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা–শিশু সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মণ্ডলের ছেলে শরিফ (৪০), নাটোর জেলার বড়াইগ্রাম থানার আলাউদ্দিনের ছেলে রতন (৩২) এবং তাঁর শিশু সন্তান সানি (৬)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৈয়ব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে যায়। বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চীলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চীলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য। লাশ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Link copied!