• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

তুরাগ নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০১:০২ পিএম
তুরাগ নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তুরাগ নদের চুয়ারিটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে তুরাগ নদে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌফাঁড়িতে নিয়ে যায়। তার পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দলকে খবর পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ আরও জানায়, যুবকের পরনে রয়েছে কালো রঙের গেঞ্জি ও জিনস প্যান্ট। কয়েক দিন আগে হত্যার পর তার লাশ তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক আব্দুল মান্নান বলেন, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি এ ঘটনায় মামলা করা হবে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!