• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

পদ্মা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৮:১৯ পিএম
পদ্মা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদরের পদ্মা নদীর সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে তারা মরদেহটি ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, মরদেহটি এই এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে মৃত্যু হয়েছে এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গায়ে সাদা কালো রঙের সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরা ছিল। মরদেহের গলায় একটি মাফলার পেঁচানো ছিল। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। 

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Link copied!