• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অজ্ঞাতনামার মরদেহ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১২:০৫ পিএম
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অজ্ঞাতনামার মরদেহ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিলেছে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ। ফাইল ছবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের থায়ংখালী বেড়িবাঁধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি স্থানীয়দের নজরে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, সকালে পুলিশের একটি টিম মরদেহ উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সীমান্তে চলমান সংঘর্ষে মিয়ানমারের অনেক নাগরিক ও সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর অনেকে হতাহত হয়ে থাকতে পারে। হয়ত তাদের মরদেহ নাফনদী দিয়ে ভেসে এসেছে।

এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উখিয়ার পালংখালীর রহমতেরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৩০ জন সীমান্তরক্ষী আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে দুই নারী এবং দুই শিশুও ছিল।

Link copied!