চট্টগ্রামে পতেঙ্গায় লরি থেকে একটি কনটেইনার পড়ে দুই রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গার স্টিল মিল বাজারে এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর একটি ক্রেনের সহায়তায় কনটেইনারটি সরানো হয়েছে।
আবদুল মালেক আরও বলেন, একটি রিকশাকে ক্রস করা সময় লরির ওপর থাকা কনটেইনার ছিটকে রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কনটেইনার চাপা পড়ে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































