• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৪:২৭ পিএম
বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো— জিহাদ (৫) ও রায়হান (৩) তারা সম্পর্কে মামা-ভাগ্নে। 

জানা গেছে, জিহাদ স্থানীয় জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে তাদের খুঁজে পাওয়া যায়। অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Link copied!