• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের সংঘর্ষ, আহত ১৬


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ১২:৫৭ পিএম
শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের সংঘর্ষ, আহত ১৬

নোয়াখালী সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে সোনাপুর টু সুবর্ণচর সড়কের উত্তর ওয়াপদা বাজারের বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক র‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিলেন। পথে বাসটি উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে সুগন্ধা বাসের ১৬ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের  উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, এ বিষয়ে পরে জানানো হবে।”

Link copied!