• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

কালকিনিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৩:০৪ পিএম
কালকিনিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন। ছবি : সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন এলাকায় এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ থেকে এই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীকে প্রার্থী ঘোষণা করেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, রোববার রাতে দলীয় কার্যালয়ে সভা শেষে তাহমিনা সিদ্দিকীর অনুসারীরা একটি মিছিল বের করেন। এ সময় তাহমিনা সিদ্দিকীর অনুসারী এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এ ঘটনার পর কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসি নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি নাজমুল হাসান জানান, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী বলেন, “আমার সমর্থক সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করলে উত্তেজনা সৃষ্টি হয়। আমার কয়েকজন কর্মীকে আহত করেছে। পুলিশকে অনুরোধ করব, তারা যেন নিরপেক্ষ থাকে। কারণ প্রধানমন্ত্রী বলেছেন, স্বতন্ত্র প্রার্থী হলে তাদের নিরাপত্তা দেওয়া হবে।”

Link copied!