• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

নওগাঁয় সড়কে চারজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৫:০৩ পিএম
নওগাঁয় সড়কে চারজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় মামুনুর রশীদ (৪০) নামের ওই ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ জুন) সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (৫ জুন) রাতে নওগাঁ শহরের বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদিঘি উপজেলার রথবাড়ী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে দুর্ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যান মামুনুর। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। রাতে নওগাঁ শহরের বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে মামুনুর রশীদকে গ্রেপ্তার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

এর আগে, সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি বাজার এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীসহ মোট চারজন নিহত হন।

Link copied!