• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৯:০৩ পিএম
পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংবাদ প্রকাশ

টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, “নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে সর্তক করে দেওয়া হয়েছে, যাতে তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করে। আমাদের এ অভিযান চলমান থাকবে।”

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেন ও জান্নাতুল নাঈম বিনতে আজিজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) এক আদেশে ‘২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের’ ঘোষণা দেয় ভারত। মূলত দেশটির বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে ওই আদেশে বলা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে বাড়তে থাকে পেঁয়াজের দাম।

Link copied!