• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

উখিয়ায় আরসার তিন কমান্ডার আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৫:১১ পিএম
উখিয়ায় আরসার তিন কমান্ডার আটক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার শীর্ষ তিন কমান্ডারকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২০ নভেম্বর) র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (১৯ নভেম্বর) রাতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন আরসার স্লিপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলভী হামিদ হোসেন প্রকাশ ওরফে ডাক্তার হামিদ, অর্থ সমন্বয়ক আবু তৈয়ব প্রকাশ ওরফে সোনা মিয়া প্রকাশ এবং আরসার ইন্টেলিজেন্স সেলের কমান্ডার ওসমান গনি।

র‌্যাব জানায়, মিয়ানমারের সরকারের দিক থেকে রোহিঙ্গা মুসলিমদের ওপর ধারাবাহিক অত্যাচার-নিপীড়নের প্রেক্ষাপটে সেখানে গঠিত হয় আরসা। তথন অনেক মুসলিম রোহিঙ্গা তরুণরা এ সংগঠনে ঝুঁকে পড়েন। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পেও এ সংগঠনের তৎপরতা আছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে।

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হবে।

Link copied!