• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, কলেজছাত্রীর আত্মহত্যা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২৪, ০৯:০২ এএম
অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, কলেজছাত্রীর আত্মহত্যা
জেলার মানচিত্র

লালমনিরহাটে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আয়েশা সিদ্দিকি আঁখি (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা উপজেলার কাশীরাম মেডিকেল মোড় এলাকার মেয়ে জাহাঙ্গীর হোসেনে মেয়ে। তিনি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশের সময় আয়েশা সিদ্দিকি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে মারা যায়।

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরপর ওই যুবক কিছু অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত আয়েশা সিদ্দিকির বড় ভাই সুমন মিয়া বলেন, “আমার ছোট বোনকে তৌহিদ হাসান নামের এক ছেলে সব সময় ব্ল্যাকমেল করতো। ওই ছেলের সব সময় আমার বোনের কাছ থেকে টাকা পয়সা নিতো। সে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমরা মান সম্মানের ভয়ে কিছু বলতে পারিনি।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ বলেন, কী কারণে কলেজছাত্রী আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!