• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

জমি নিয়ে বিরোধে দুইজনের মৃত্যুর জেরে গ্রামে আগুন


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৯:৩১ এএম
জমি নিয়ে বিরোধে দুইজনের মৃত্যুর জেরে গ্রামে আগুন

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুইজনের মৃত্যুর ঘটনায় অর্ধশত বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের পক্ষের লোকজন হামলা চালিয়ে এসব বাড়িঘরে আগুন দেন ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে চুনিয়াপাড়া ও হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার (২৫ জানুয়ারি) ২৮ শতক জমি নিয়ে বিরোধের জেরে মিম ও রাকিব নামে দুই যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাদের মরদেহ দাফনের পর স্বজনরা প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে বিকেল তিনটায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। তাদের বেশ কয়েকটি ইউনিট একযোগে কাজ করার পর সন্ধ্যা ৬টা তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাড়িতে থাকা টিভি, ফ্রিজ এবং গরু-ছাগল লুটের অভিযোগ করে মোসলেমা বেগম নামে এক ভুক্তভোগী নারী বলেন, “আমার বাড়ির সব পুড়িয়ে দিয়েছে। বাড়িতে গরু ও ফ্রিজ ছিল। সেগুলো নিয়ে গেছে। আমরা এখন আর থাকার জায়গা নেই।”

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম ওহিদুন্নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে ঘোড়াঘাট থানার পাশাপাশি ফুলবাড়ী, বিরামপুর এবং জেলা পুলিশের রিজার্ভ ফোর্স থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Link copied!