• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

ফাঁদ পেতে হরিণ শিকার, আটক ১


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৮:২৩ পিএম
ফাঁদ পেতে হরিণ শিকার, আটক ১

বরগুনায় ফাঁদ পেতে হরিণ শিকার করার সময় ফাঁদসহ মনির হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা বন-বিভাগ।

বুধবার (১০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটার হরিণঘাটা বিটের বিট কর্মকর্তা আল-আমিন।

মনিরের বাবার নাম নুরুল ইসলাম হাওলাদার। তিনি পাথরঘাটার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে শ্বশুর বাড়িতে থাকেন।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলার পর্যটনকেন্দ্র হরিণঘাটা বনের ভিতরে ফাঁদ পেতে হরিণ শিকার করার সময় বন বিভাগের লোক ডিউটি কর্মরত বন কর্মকর্তাদের হাতে হরিণ পাচারকারীর এক সদস্যকে হরিণঘাটা বন থেকে আটক করেন।

এ বিষয়ে বরগুনা বন-বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, “হরিণঘাটা বনে হরিণ ধরার জন্য ফাঁদ পাতায় ফাঁদসহ মনির নামের এক পাচারকারীকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে বন আইনের মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

Link copied!