• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৩:২৮ পিএম
বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লাকড়ি কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিজলী খাতুন (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজলী খাতুন ওই এলাকার রসুলপাড়া গ্রামের ভ্যানচালক মতিয়ার রহমানের মেয়ে এবং মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।  

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, ঝড়ে ভেঙে পড়া বাগানের শুকনো ডালের লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করতে স্থানীয় বিপুল হাজির বাগানে যায় স্কুলছাত্রী বিজলী খাতুনসহ কয়েকজন শিশু। ঝড়ে বাগানের ভেতরে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ছিল। সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুরা চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয়রা ছুটে এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!