• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দোকান রেখে পালালেন মুরগি ব্যবসায়ীরা


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৩:১৪ পিএম
দোকান রেখে পালালেন মুরগি ব্যবসায়ীরা

নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জরিমানার ভয়ে দোকান রেখে পালিয়েছেন কয়েকজন মুরগি ব্যবসায়ী।

সোমবার (২৭ মার্চ) রমজান মাসে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের নিয়মিত কর্মসূচি হিসেবে দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় জরিমানার ভয়ে বেশ কয়েকজন মুরগি বিক্রেতা দোকান রেখে পালিয়ে যান। পরে মূল্য তালিকা না থাকায় মুরগি ব্যবসায়ী, মুদি দোকানিসহ ১০টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার জেলা উপপরিচালক প্রনব কুমার প্রামানিক জানান, অধিকাংশ ব্যবসায়ী পালিয়ে গেছেন। তবে কয়েকজনকে জরিমানা করায় বাকিরা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে।

Link copied!