• ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ জ্বিলকদ ১৪৪৬

ডোবায় ভাসছিল দুই ভাইয়ের লাশ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৩:০৪ পিএম
ডোবায় ভাসছিল দুই ভাইয়ের লাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির পাশে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো— ওই গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস (৭) ও মো. ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিকেল সাড়ে ৩টা থেকে ওই দুই শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”

দিদারুল আলম বলেন, “ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। তার পাশেই একটি আম গাছ রয়েছে। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল। কয়েকদিনের বৃষ্টিতে পানিতে পূর্ণ হয়। শিশু দুটি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে। সম্ভবত আম পাড়ার চেষ্টা করেছিল তারা।”

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, “ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।”

Link copied!