• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে ঝগড়ায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ০৮:৩৯ এএম
বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে ঝগড়ায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

জামালপুরের ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাদেক আলী (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা খুন হয়েছেন।

শনিবার (১ জুলাই) উপজেলার পার্থশী ইউনিয়নের রোহের কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সাদেক আলী রোহের কান্দা গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে।

জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টিতে পানি জমে যায় সাদেক আলীর বাড়ির আঙ্গিনায়। পানি নিষ্কাশন করতে গেলে প্রতিবেশী দুখু মিয়া ও তার লোকজন সাদেক আলীর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুখু ও তার লোকজন বাধা দেয়। অনেক চেষ্টার পর সাদেক আলীকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সেঁজুতি শারমিন সারা।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ৪ জনকে আটক করেছে। বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!