• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

পরীক্ষা কেন্দ্রে মাতলামি, যুবকের কারাদণ্ড


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৬:৫৬ পিএম
পরীক্ষা কেন্দ্রে মাতলামি, যুবকের কারাদণ্ড

নোয়াখালীর কবিরহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে আবদুল কাইয়ুব ওরফে রিয়াজ (২৪) নামের এক যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।

রিয়াজ উপজেলার উপদ্দি লামছি গ্রামের মো.মফজলের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালীন এক যুবক কেন্দ্রের ভেতরে গাঁজা সেবন করে মাতলামি করছিলেন। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরে অভিযুক্ত যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, নগদ ১ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, “দণ্ডপ্রাপ্ত যুবককে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।”  

Link copied!