টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে দুটি জাহাজ ৬১০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
মৌসুমের তিন মাসের মাথায় শুক্রবার (১৩ জানুয়ারি) টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনে আসা-যাওয়ার অনুমতি পেয়েছে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামের দুটি জাহাজ।
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, চলতি পর্যটন মৌসুমে দীর্ঘ প্রতিক্ষার পর প্রশাসনের অনুমতি নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামের দুটি জাহাজ ৬১০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। শনিবার থেকে অন্যান্য জাহাজ চলাচল করবে।
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান, টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করতে আর কোনো বাধা রইলো না। পর্যটকদের নিরাপদে ভ্রমণের জন্য অনুরোধ জানাচ্ছি।