বগুড়ার শেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে পাপ্পা সাহা (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার গোসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাপ্পা সাহা ওই এলাকার শ্যামল সাহার ছেলে।
স্থানীয়রা জানান, পাপ্পা সাহা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ থাকার কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং কোনো কর্ম করছিলেন না। ইনকাম করতে না পারার কারণে পারিবারিক অশান্তি লেগেই থাকতো। সোমবার বিকেলে ফেসবুক টাইমলাইনে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শশুর দায়ী। বিস্তারিত সন্ধার পর লাইভে’ লিখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।