সুনামগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুনের ঘটনায় একজনের মৃত্যুদণ্ডসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফয়েজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সেবুল মিয়া, সাজিদ মিয়া ও শাহান।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।
আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের মিজানুর রহমান খোকন মিয়ার সঙ্গে ফয়েজ মিয়াসহ চার আসামির জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা চলছিল। ২০২২ সালের ২১ জুলাই খোকন মিয়া আদালতে হাজিরা দিতে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির সামনে খোকন মিয়াকে একা পেয়ে ফয়েজ, সাজিদ, শাহান ও সেবুল ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা আসামিদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে নিহতের বাবা ফটিক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।