• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে হত্যা, একজনের মৃত্যুদণ্ড


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০২:২০ পিএম
আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুনের ঘটনায় একজনের মৃত্যুদণ্ডসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফয়েজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সেবুল মিয়া, সাজিদ মিয়া ও শাহান।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।

আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের মিজানুর রহমান খোকন মিয়ার সঙ্গে ফয়েজ মিয়াসহ চার আসামির জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা চলছিল। ২০২২ সালের ২১ জুলাই খোকন মিয়া আদালতে হাজিরা দিতে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির সামনে খোকন মিয়াকে একা পেয়ে ফয়েজ, সাজিদ, শাহান ও সেবুল ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা আসামিদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে নিহতের বাবা ফটিক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
 

Link copied!