• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৪:৩৭ পিএম
শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারী আলাউদ্দীনকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলাউদ্দীন সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কর্মকাণ্ডে জেলার কলারোয়া থানায় পৌঁছালে তাকে হত্যার উদ্দেশ্যে হাত বোমা ও আগ্নেয়াস্ত্রসহ গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩টি মামলা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে এ ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আলাউদ্দীন ১৬ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

কোম্পানি কমান্ডার আরও জানান, আলাউদ্দীন প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!