পারিবারিকভাবে আমি একজন সুখী মানুষ: মিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:০১ পিএম
পারিবারিকভাবে আমি একজন সুখী মানুষ: মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বর্তমানে বড়পর্দার চেয়ে বেশি আলোচনায় সামাজিক মাধ্যমের রঙিন মুহূর্তে। পাহাড়, সমুদ্র কিংবা স্বামীর সঙ্গে নির্ভার সময়—সব মিলিয়ে তাঁর ফেসবুক যেন আনন্দ আর ভ্রমণের অ্যালবাম। তবে পর্দা থেকে খানিকটা দূরে থাকলেও অভিনয় থেকে যে সরে যাননি, সেটিই জানালেন সাম্প্রতিক কথোপকথনে।

মিম বলছেন, কাজের বাইরে সময় পেলেই তিনি পরিবারকে প্রাধান্য দেন। “পারিবারিকভাবে আমি একজন সুখী মানুষ। কাজ না থাকলে পরিবার নিয়েই সময় কাটাই। ভ্রমণ আমার খুব পছন্দ, তাই সুযোগ পেলেই স্বামী সনিকে নিয়ে বেরিয়ে পড়ি। কখনও বাবা-মাকেও সঙ্গে নিই,” বলেন তিনি। এসব মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে তাঁর ভালো লাগে বলেও জানান।

ঘোরাঘুরির ছবিতে ভরা টাইমলাইনের আড়ালে যে নতুন কাজের প্রস্তুতি চলছে, সেটিও স্পষ্ট করলেন মিম। সম্প্রতি চরকির একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কাজী আসাদের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমাটি তাঁর ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করবে বলে আশাবাদী অভিনেত্রী। মিমের ভাষায়, “দর্শক আমাকে যেভাবে গ্ল্যামার লুকে দেখে অভ্যস্ত, এই চরিত্রটা তার থেকে একটু আলাদা হবে।”

শুধু ওটিটি নয়, সিনেমার কাজও আছে বলে ইঙ্গিত দিলেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার কারণে আপাতত বিস্তারিত জানাতে পারছেন না। এর পাশাপাশি রাজশাহীতে শুরু হওয়া ‘মালিক’ নামের একটি অ্যাকশনধর্মী সিনেমার শুটিংও আংশিক সম্পন্ন হয়েছে। ছবিটির বাকি অংশ ঢাকায় শেষ হবে বলে জানান তিনি।

‘পরাণ’-এর পর কেন তাঁকে নিয়মিত সিনেমায় দেখা যাচ্ছে না—এ প্রশ্নে মিম সোজাসাপ্টা উত্তর দেন। তাঁর মতে, সংখ্যার চেয়ে মানই বেশি গুরুত্বপূর্ণ। “বছরে ডজনখানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে কোনো সিনেমা না করা ভালো। দর্শকের ভালোবাসার জায়গাটা নষ্ট করতে চাই না,” বলেন তিনি।

দর্শকের প্রত্যাশাকে চাপ নয়, বরং দায়িত্ব হিসেবে দেখেন মিম। ‘পরাণ’ যে একটি ব্যতিক্রমী সিনেমা ছিল, সেটি স্বীকার করলেও তিনি মনে করেন, এমন কাজ বারবার আসে না। তাই সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি।

অপেক্ষার এই সময়ে বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন অভিনেত্রী। গত কয়েক মাসে অর্ধডজনের বেশি স্ক্রিপ্ট পড়ার কথা জানিয়ে মিম বলেন, এর মধ্যে কয়েকটি গল্প তাঁর ভালো লেগেছে এবং দু-একটিতে চুক্তিও সেরেছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন কাজের ঘোষণা আসবে।

সব মিলিয়ে ২০২৬ সালকে নিজের জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখছেন বিদ্যা সিনহা মিম। “দর্শকদের একটু অপেক্ষা করতে বলব। যখন ফিরব, ভালো কিছু নিয়েই ফিরব,”—এই আশ্বাস তাঁর।

সিনেমা কম হলেও বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ে যে তিনি দারুণ ব্যস্ত, সেটিও অস্বীকার করেন না মিম। দেশের শীর্ষস্থানীয় একাধিক ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত কাজ করছেন তিনি, প্রতি মাসেই রয়েছে নতুন বিজ্ঞাপনের শুট।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!